শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ অনুযায়ী জেলা ক্রীড়া অফিস, নোয়াখালী কর্তৃক আয়োজিত আন্তঃ স্কুল অনুর্ধ্ব- ১৬ বালকদের নিয়ে বেগমগঞ্জ উপজেলা, নোয়াখালীতে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার সুলতানপুর হানিফ ভূঁইয়া হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শামসুন নাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিন ও ৪ নং আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুলতানপুর হানিফ ভুঁইয়া হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন।
এসময় জেলা ক্রীড়া অফিসার বলেন বর্তমান কোভিড অবস্থাকে সামনে সীমিত আকারে ০৬ টি স্কুলকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন কর হয়। করোনা পরিস্থিতি না থাকলে উপজেলার সকল স্কুলকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হতো। আর এই খেলা থেকে প্রতিভাবান খেলোয়াড়দেরকে উন্নত প্রশক্ষনের ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে দেশে ফুটবলের যে স্বর্ণ যুগ ছিল তা যেন ফিরিয়ে আনা যায়।
প্রতিযোগিতায় ছয়ানী উচ্চ বিদ্যালয় রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয় চ্যাম্পিয়ন হয়।
Leave a Reply