বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৪ পূর্বাহ্ন

২১ বছর দেশ চালিয়েছে অবৈধ শাসকরা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পঁচাত্তরের পর ২১ বছর দেশ চলেছে অবৈধ ক্ষমতা দখলকারীদের দ্বারা। ক্ষমতা দখলে রাখা তাদের লক্ষ্য ছিলো বলেই দেশের উন্নয়ন করেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য নতুন কেনা ড্যাস-৮-কিউ-৪০০ উড়োজাহাজ ধ্রুবতারার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে উন্নয়নে ধারা অব্যাহত রাখে।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে যুক্ত থেকে নতুন নির্মিত ২০টি ফায়ার স্টেশন, পাসপোর্টের ৬টি আঞ্চলিক অফিস, একটি মহিলা কারাগার এবং একটি এলপিজি গ্যাস স্টেশনও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বিমানের জন্য কেনা উড়োজাহাজ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নতুন বিমানের মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগ আরো সহজ করার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে যোগাযোগ বাড়ানো সম্ভব হবে। এতে দেশের ব্যবসা বাণিজ্য আরো উন্নত হবে বলেও মনে করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে তৃতীয় টার্মিনাল নির্মাণের পাশাপাশি কক্সবাজার, সৈয়দপুর বিমান বন্দরের উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে।

করোনার স্থবির পরিস্থিতিতে নতুন বিমানের উদ্বোধন সাহসী পদক্ষেপ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মহামারি পরিস্থিতি শিগগির দূর হবে বলেও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web