শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন : নোয়াখালী সদর উপজেলার ১০নং অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রলীগের ১নং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম তারেকের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত রবিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অশ্বদিয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শওকত উল্যাহ মেম্বার, সাবেক সভাপতি রহুল আমিন মেম্বার, অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আজম খান, অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা নজির আহম্মদসহ অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম হোসেন বাবলু বলেন, আমি ভালোবাসি বঙ্গবন্ধুকে, আমি ভালোবাসি শেখ হাসিনাকে, আমি ভালোবাসি বাংলাদেশ আওয়ামীলীগকে এবং আমি ভালোবাসি আমার অশ্বদিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ।
তিনি আরো বলেন, আমার নেতা বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এবং একরামুল করিম চৌধুরী এমপির নেতৃত্বে নোয়াখালীর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এখন সুসংগঠিত। ইনশাল্লাহ আগামীতেও ওনাদের নেতৃত্বে দল সুসংগঠিত থাকবে।
আমি সবসময় চেষ্টা করেছি আমার ইউনিয়নের শান্তি শৃংখলা বজায় রাখতে । গত চার বছরে কেউ বলতে পারবে না আমি কারো পকেট থেকে একটি পয়সা নিয়েছি। চেষ্টা করেছি মানুষের পাশে থেকে মানুষের সেবা করার। মানুষ আমায় ভালোবেসেছে এর চেয়ে বড় প্রাপ্তি আমার আর কিছু নেই।
Leave a Reply