বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ন

২০২০ সালে সড়কে প্রাণ গেছে ৪,৯৬৯জনের : আইন বাস্তবায়নের আহবান

২০২০ সালে সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৯৬৯জন নিহত ও ৫হাজার ৮৫জন আহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই-নিসচা। সংগঠনটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন জানান, পরিসংখ্যান অনুসারে গত বছরে সবচেয়ে বেশি দুর্ঘটনার কারণ মটরসাইকেল। ২০১৮ সালের সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সরকারের প্রতি আহবানও জানান ইলিয়াস কাঞ্চন।

নিরাপদ সড়ক চাই-নিসচা এর তথ্যমতে, ২০২০ সালে দেশে মোট সড়ক দুর্ঘটনার সংখ্যা ৪০৯২টি। এতে আহত হয়েছে ৫০৮৫জন। আর নিহতের সংখ্যা ৪৯৬৯। ২০১৯ সালের ৬১০টি দুর্ঘটনা কম ঘটেছে ২০২০সালে। আর নিহতের সংখ্যাও ১৯সালের তুলনায় ২৫৮জন কম।

এসময় জানানো হয়, ২০২০ সালে রেলপথের দুর্ঘটনায় ১২৯ জন নিহত ও ৩১ জন আহত হন আর নৌপথের দুর্ঘটনায় ২১২ জন নিহত ও ১০০ জন আহত বা নিখোঁজ হন। নিসচার প্রকাশিত তথ্যে উঠে এসেছে, গত বছরের জানুয়ারি মাসে বেশি ৪৪৭টি দুর্ঘটনা ঘটে। এতে ৪৯৫ জন নিহত ও ৮২৩ জন আহত হন। আর এপ্রিল ও মে মাসে সবচেয়ে কম যথাক্রমে ১৩২ ও ১৯৬টি দুর্ঘটনা ঘটে। এর পেছনের কারণ হিসেবে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশে লকডাউন থাকায় দুর্ঘটনা কম হয়েছে।

ইলিয়াস কাঞ্চন লিখিত বক্তব্যে জানান, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ এলাকায় বেশি দুর্ঘটনা ঘটেছে। আর পার্বত্য চট্টগ্রাম (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) এলাকায় কম দুর্ঘটনা ঘটে। তিনি দাবি করেন, এসব এলাকায় চালকরা তুলনামূলক কম গতিতে নিয়ন্ত্রণে রেখে যানবাহন চালানোর কারণে দুর্ঘটনা কম হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web