শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৩:৫৫ পূর্বাহ্ন
সালেহ উদ্দিন সবুজ,নোয়াখালী: জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ অনুযায়ী জেলা ক্রীড়া অফিস, নোয়াখালীর আয়োজনে অনুর্ধ্ব- ১৬ বালকদের নিয়ে হাতিয়া উপজেলা, নোয়াখালীতে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়।
বুধবার ( ৬ জানুয়ারি ) বুড়িরচর শহীদ আলী আহমদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান জিয়া আলী মোবারক কল্লোন , বুড়িরচর শহীদ আলী আহমদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ এবং বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজ সেবক ফখরুল ইসলাম ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিন। জেলা ক্রীড়া অফিসার বলেন বর্তমান কোভিড অবস্থাকে সামনে সীমিত আকারে মোট ০৮টি স্কুলকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাতির ভবিষ্যৎ কর্ণধারদের মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকান্ড, কিশোর ঘ্যাং ও আধুনিক প্রযুক্তির অপব্যবহার হতে যুব সমাজকে রক্ষা করা এবং সুস্থ দেহে সুন্দর মন গড়ে তোলার উদ্দেশ্যেই মুজিববর্ষ উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমি বিশ্বাস করি পড়াশোনার পাশাপাশি কো- কারিকুলাম হিসেবে একবার খেলাধুলাই পারে সুন্দর মনের মানুষ গড়ে তুলতে। ভবিষ্যতেও আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ী এবং বিজীত দলের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
Leave a Reply