বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:২৪ অপরাহ্ন
প্রতিবেদক: মজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না এ শ্লোগানে প্রধানমন্ত্রী কর্তৃক নোয়াখালীতে ৮৫৫টি ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে জমি ও ঘর।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের হল রুমে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক মো:খোরশেদ আলম খান প্রেস ব্রিফিংয়ে এ কথা বলে।
প্রথম দফায় আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে ১৫০টি ঘর হস্তান্তর করা হবে।
এছাড়া ওইদিন হাতিয়ার মন্নান নগরে ৯৪৫ পরিবারের জন্য নির্মিত একটি বড় আশ্রয়ণ প্রকল্পও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অবশিষ্ট আরও ৭০৫টি ঘর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আগেই হস্তান্তর করা হবে জানিয়েছেন নোয়াখালী জেলা প্রশাসক মো:খোরশেদ আলম খান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আবু ইউচুফ সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিড়িয়ার সাংবাদিকগন।
জেলা প্রশাসক জানান, ঘরগুলো নির্মাণে যাতে করে কনো প্রকার অনিয়ম দুর্নীতি না হয়, সে জন্য প্রত্যেক উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসকসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ তদারকি করছে।
Leave a Reply