শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন: নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির নির্দেশনায় এবং নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন জেহানের পক্ষ থেকে নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডে দুস্থ্য ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন যুবলীগ নেতা ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাঈন উদ্দিন সাজু।
শনিবার দুপুরে দত্তেরহাট গোপাই এলাকায় নিজ বাড়ী থেকে পাঁচ শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। দুস্থ্য ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ ছাড়াও সব সময় ৬নং ওয়ার্ড বাসীর সুখে দুঃখে থেকেছেন।এর আগে শীতের শুরুতেই তিনি মানুষের বাড়ী বাড়ী গিয়ে গরিব অসহায় মহিলাদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
তাছাড়া মহামারী করোনার সময়ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি এবং নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন জেহানের নির্দেশনায় ৬নং ওয়ার্ডের গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি বলেন, আমার নেতা একরামুল করিম চৌধুরী এমপি এবং নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন জেহানের নির্দেশনায় ৬নং ওয়ার্ডের জনগণের পাশে সুখে-দুঃখে,বিপদে-আপদে আছি থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা করে যেতে পারি।
Leave a Reply