রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:২৯ পূর্বাহ্ন
দেশে করোনায় মৃত্যুর সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। করোনা ভাইরাসে দেশে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩ জনে।
গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরো ২২জন। নতুন মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও পাঁচজন নারী। তারা সবাই হাসপাতালে মারা যান। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। আজ (শনিবার) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জন। আক্রান্ত লোকজনের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৮৯৯ জন। ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩৩৮ জন। আজ (শনিবার) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মারা গেছেন ৮ হাজার ৩ জন।
২৪ ঘন্টায় শনাক্তের হার ৩.৯২, সুস্থতার হার ৮৯.৪৪ এবং মৃত্যুর হার ১.৪৯। ২৪ ঘণ্টায় মৃতদের বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে তিন এবং বরিশালে একজন।
Leave a Reply