রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০১:৫৪ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন: নোয়াখালী পৌর নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মাইজদী শহর আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের (বাফুফে) নবনির্বাচিত সদস্য আবদুল ওয়াদুদ পিন্টু সমর্থনে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবন্দসহ সবস্তরের জনগণকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মাইজদী শহর আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের (বাফুফে) নবনির্বাচিত সদস্য আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন, সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মিঞা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট আলতাফ হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্র, যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব প্রমুখ।
আবদুল ওয়াদুদ পিন্টু উপস্থিত দলের নেতা–কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আওয়ামী লীগের দুর্দিনে রাজপথে ছিলাম। জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছি। কারো সঙ্গে কোনো দিন একটুও খারাপ আচরন করি নি। তাই আপনাদের দোয়ায় আমি যদি নৌকা প্রতীকে পেয়ে পৌরসভার মেয়র পদে নির্বাচন করি সবার সহযোগিতা নিয়ে কাজ করবো।’
Leave a Reply