শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন
নাছির উদ্দিন, কোম্পানীগঞ্জ : নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নির্মিত ভূমিহীন ও গৃহহীনদের জন্য তৈরী করা ৩০টি ঘর হস্তান্তর করা হয়েছে।
শনিবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে ভূমি ও গৃহহীনদের ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরগুলো হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর, সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রবিউল হক, উপজেলা কৃষি অফিসার বেলাল হোসেন, বসুরহাট সরকারি মুজিব কলেজের প্রভাষক মোঃ আলা উদ্দিন প্রমুখ।
Leave a Reply