সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০১:১৮ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার সোনাপুরের মহব্বতপুর গ্রামে এক ইতালি প্রবাসী এবং তার পরিবারের উপর হামলার অভিযোগ করেছেন ভুক্তভোগী ইতালি প্রবাসী। বিদেশ ফেরত আবুল খায়ের এর ছেলে ইতালি প্রবাসী নাজিম উদ্দিন হামলার শিকার হন জয়নাল আমিন এর বাড়ীতে । গত শুক্রবার দুপুরের পর থেকে দফায় দফায় তাদের উপর হামলা এবং ভাংচুর করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
ইতালি প্রবাসী নাজিম উদ্দিন নতুন করে দালান নির্মাণ করতে গেলে একই এলাকার সিরাজ মিয়ার (৬৫) ছেলে পারভেজ, রুবেল, তার ভাতিজা সুমন, নাতি হৃদয়, ফরহাদের ছেলে আবদুল আহাদসহ অজ্ঞাত আরো কয়েকজন ঐ প্রবাসীর নিকট চাঁদা দাবি করে । চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের উপর এ হামলা ও তাদের বাড়ীঘর ভাংচুর করেছে বলে জানিয়েছে প্রবাসী নাজিম উদ্দিন। তিনি আরো জানান কিশোর গ্যাং পারভেজ এবং সুমনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে ।
ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল হাসেম জানান, শুক্রবার দুপুরের দিকে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয় । পরে রাতের অন্ধকারে এসে কিশোর গ্যাং এর সদস্যরা ঘরবাড়ীতে এলোপাতাড়ি কুপাতে থাকে এবং আবুল খায়েরকে মারধর করে ।
হামলা ও বাড়ীঘর ভাংচুর করেও তারা থামেনি। থানায় মামলা করতে গেলে কিংবা অন্যকিছু করতে গেলে তাদেরকে হত্যার হুমকিও দেয় এ কিশোর গ্যাংয়ের সদস্যরা ।
নাজিম উদ্দিনের পিতা আবুল খায়ের জানান, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি । আমাদেরকে তারা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে । আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply