শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৩:৩৯ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন: সামাজিক কাজে এগিয়ে চলেছেন তরুণ প্রজন্মের আইকন খ্যাত তরুণ রাজনৈতিক নেতা সাবাব চৌধুরী।
তিনি নিউজিল্যান্ড থেকে পড়ালেখা করে এসেও নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কাজে এগিয়ে চলেছেন।
আতাহার ইশরাক সাবাব চৌধুরী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও কবিরহাট উপজেলা চেয়ারম্যান শিউলি একরাম’এর পুত্র।
নোয়াখালী কবিরহাট শুক্রবার উপজেলার চাপরাশিরহাট বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ প্রদান করেন এবং সাবাব চৌধুরী জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন নোয়াখালীর তরুণ প্রজন্মের আইকন তরুণ রাজনৈতিক নেতা সাবাব চৌধুরী।
সকালে সাবাব চৌধুরী জামে মসজিদের নির্মাণ কাজের উদ্ধোধনের পর বিকালে তিনি চাপরাশিরহাটে ১০জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ২লাখ ৫০ হাজার টাকা দেন।
বীরমুক্তিযোদ্ধা এনাম বাঙ্গলীর পরিবারকে ২০ হাজার টাকা ও কামরুন নাহার বালিকা বিদ্যালয়ের মুজিব কর্ণার স্থাপনের প্রতিশ্রুতি এবং ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সদস্য সুনীল বরণ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী কামাল খাঁন, কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া, চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন টিটু, চাপরাশিরহাট বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নুর আলম বিপ্লব সহ চাপরাশিরহাট বাজারের ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাপরাশিরহাট বাজারের জননী দধি দোকান, ভাই ভাই দধি দোকান, সোহাগ এন্ড ব্রাদার্স, আলা উদ্দিন ষ্টোর, ইমন এন্টারপ্রাইজ, নুর নবীর কাপড় দোকান, কালাম সুজ, ডা. আবুল কাশেমের হোমিও দোকান, সুবাস দাসের সেলুন দোকান, ও মা দধি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
Leave a Reply