শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন
প্রতিবেদক: রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলায় তার বান্ধবীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজিমপুর এলাকার বাসা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত বান্ধবীকে শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক সত্যব্রত শিকদার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরআগে, মামলার অন্য দুই আসামি মর্তুজা রায়হান চৌধুরী (২১) ও নুহাত আলম তাফসীরকে (২১) পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়।
মোহাম্মদপুর থানায় বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ দাবি করে, গ্রেপ্তারকৃত নারী ও তাঁর বন্ধু আরাফাত ঘটনার দিন রাতে মদের পার্টির আয়োজন করে। সেখানে বিষাক্ত মদপানেই শিক্ষার্থীর মৃত্যু হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ২৮ জানুয়ারি বিকেল চারটায় ভুক্তভোগী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে নিয়ে বন্ধু আরাফাতের বাসায় যান মর্তুজা রায়হান চৌধুরী। এরপর তিনজন উত্তরা ৩ নম্বর সেক্টরের ব্যাম্বোস্যুট রেস্টুরেন্টে যান। সেখানে আগে থেকেই গ্রেফতারকৃত বান্ধবীসহ দুই সহপাঠী উপস্থিত ছিলেন।
সেখানে আসামিরা ওই তরুণীকে জোর করে বেশি পরিমাণে মদপান করান। একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী অসুস্থ বোধ করলে রায়হান চৌধুরী তাঁকে নুহাত আলম তাফসীরের মোহাম্মদপুরের বাসায় নিয়ে যান। সেখানে তরুণীকে একটি রুমে নিয়ে ধর্ষণ করেন রায়হান। এরপর ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে রায়হান তাঁর বন্ধু অসীম খানকে ফোন দেন। সেই বন্ধু পরের দিন এসে ওই তরুণীকে প্রথমে ইবনে সিনা ও পরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দুদিন লাইফ সাপোর্টে থাকার পর গত রবিবার ওই তরুণী মারা যান। এরপর মারা যাওয়া শিক্ষার্থীর বাবা এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেন।
Leave a Reply