শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন:নোয়াখালী হাতিয়ায় ১৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যায়ে মডেল মসজিদ নির্মাণ কাজ উদ্বোধন করেন,সাবেক এম পি মোহাম্মদ আলী।ইসলামের প্রচার ও প্রসারের লক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়,ইসলামিক ফাউন্ডেশন ত তলা বিশিষ্ট মসজিদটি নির্মাণ করছে হাতিয়া উপজেলা জামে মসজিদের স্থানে।
শুক্রবার সকালে উপজেলা জামে মসজিদ চত্বরে নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ,পৌর মেয়র এ,কে এম ইউছুফ আলী,নব নির্বাচিত মেয়র কে এম ওবায়েদ উল্লাহ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ,মাওলানা আবু ছায়েদ,অধ্যক্ষ মাওলানা মোছলেহ উদ্দিন,অধ্যক্ষ মাওলানা আবদুল গফুর,মুফতি মোস্তাফা আল কাছেমী,হাফেজ মোঃ ইলিয়াছ, গণপূর্ত বিভাগ এর সহকারী প্রকৌশলী এমদাদুল হক, উপজেলা স্বেচ্ছা সেবক লীগ সভাপতি মহিউদ্দিন মুহিন।
মডেল মসজিদে ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র, পাঠাগার,কুরআন শিক্ষা ব্যবস্থা,গবেষণা কেন্দ্র,অতিথি শালা,শিশু শিক্ষাকার্যক্রম, হজ্ব যাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ কেন্দ্র,ইমাম প্রশিক্ষণ কেন্দ্র,নারী পুরুষ ও প্রতিবন্ধীদের পৃথক নামাজের ব্যবস্থা,গাড়ী পার্কিং,উপকূলীয় এলাকা মসজিদ গুলোতে আশ্রয় কেন্দ্র হিসেবে নিচতলা ফাঁকা থাকবে এ আধুনিক মডেল মসজিদে। বক্তারা তাদের বক্তব্যে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন।
Leave a Reply