শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৭:৫৫ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন:নোয়াখালীতে কিচিরমিচির অনুষ্ঠানের ৯ম বর্ষপূর্তি এবং কিচিরমিচির ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। ৩০ জানুয়ারি শনিবার বিকেলে নোয়াখালীর পূর্ব লক্ষীনারায়াণপুরে নোয়াখালী সরকারি মহিলা কলেজ সংলগ্ন ভেন্ডার বাড়ির দক্ষিণ পাশের মাঠে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূতি পালন করা হয়।
কিচির মিচির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ওহিদুল ইসলাম শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ঢাকার ফিজিওলজি বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ নাজনীন আক্তার।
বিকেলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যা খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দীকি রাজু। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন গোলাম রব্বানী রনি।
দিনব্যাপি বর্ষপূতি অনুষ্ঠানে বিভিন্ন বয়সী শিশুদের জন্য ক্রীড়া পৃতিযোগিতা, আবৃত্তি, গান, চিত্রাংঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply