বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৮:১৪ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মোস্তফা কামাল নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ধানের শীষের প্রার্থী বলেন, তাকে ৬,৮ ও ৯নং ওয়ার্ডে তার প্রতিপক্ষের লোকজন প্রচারণায় বাধা দেয়। তার কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। তিনি জীবনের ঝুঁকি নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ধানের শীষের প্রার্থী গণমাধ্যম কর্মীদের জানান, আজ সকালে চাটখিল পৌরসভার বিভিন্ন এলাকায় নিজের প্রচারণা চালাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। তিনি আরো জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও তিনি পুরোপুরি প্রতিকার পাচ্ছেন না।
ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মোস্তফা কামাল বলেন, চাটখিল পৌরসভায় প্রথমবারেরমত ইভিএমে ভোট হবে। কিন্তু ভোটাররা ইভিএম সম্পর্কে অজ্ঞ। তিনি ভোটারদের ইভিএম সম্পর্কে সচেতনতার আহ্বান জানান।
Leave a Reply