শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ অনুযায়ী জেলা ক্রীড়া অফিস, নোয়াখালীর আয়োজনে অনুর্ধ্ব- ১৬ বালকদের নিয়ে বেগমগঞ্জ উপজেলা, নোয়াখালীতে মাস ব্যাপি ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেগমগঞ্জ উপজেলক স্টেডিয়ামের মাঠে এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিন। জেলা ক্রীড়া অফিসার বলেন দীর্ঘ এক মাস ব্যাপি এ প্রশিক্ষণ চলবে।
প্রশিক্ষণ শেষে মেধাবি খেলোয়াড়ের তালিকা উচ্চতর প্রশিক্ষণের জন্য ক্রীড়া পরিদপ্তরে পাঠানো হবে এবং সফল ভাবে সম্পন্ন করা সকল প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে। আগামী জাতির ভবিষ্যৎ কর্ণধারদের মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকান্ড, কিশোর ঘ্যাং ও আধুনিক প্রযুক্তির অপব্যবহার হতে যুব সমাজকে রক্ষা করা এবং সুস্থ দেহে সুন্দর মন গড়ে তোলার উদ্দেশ্যেই মুজিববর্ষ উপলক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। আমি বিশ্বাস করি পড়াশোনার পাশাপাশি কো- কারিকুলাম হিসেবে খেলাধুলাই পারে সুন্দর মনের মানুষ গড়ে তুলতে। ভবিষ্যতেও আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
Leave a Reply