বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০১:১৯ পূর্বাহ্ন
সরকার গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে, তাই আল জাজিরার সম্প্রচার বন্ধ করেনি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। তবে হাইকোর্ট সম্প্রচার বন্ধের কোন নির্দেশ দিলে তা পালন করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান। এসময় তিনি বলেন, বিভিন্ন দেশে আল জাজিরা সম্প্রচার বন্ধ রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা মানে মিথ্যা ও মনগড়া সংবাদ পরিবেশন নয়। আল জাজিরার রিপোর্টটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত। এসময় ডক্টর হাছান মাহমুদ বলেন, বিএনপির সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তিনি মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্থানের চর ছিলেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
Leave a Reply