বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ন
৬শে রজব, ১১ মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শব-ই মিরাজ। শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী সভাপতিত্বে সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে শুক্রবার কোথাও হিজরি ১৪৪২ সালের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে শনিবার পবিত্র জমাদিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং রোববার থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। এ হিসাবে আগামী ২৬ রজব অর্থাৎ ১১ মার্চ দিবাগত রাতে শব-ই মিরাজ পালিত হবে।
ইসলামিক হিস্ট্রি অনুযায়ী, নবী হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াত প্রাপ্তির একাদশ বছরের (৬২০ খ্রিস্টাব্দ) রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে হযরত জিবরাইল (আ.) এর সাথে বোরাকে চড়ে পবিত্র কাবা থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তম আকাশের ওপর আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেন।
Leave a Reply