সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন:নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি সাকায়েত উল্যা সাকু ও ফিফা ব্যাজধারী রেফারি আবুল কাশেম বাচ্চুর মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে জেলা শহর মাইজদীর বিআরডিবি অডিটোরিয়ামে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা ও নোয়াখালী জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আহসান উল্যা হুমায়ুনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নোমান হোসেন প্রিন্স, অতিরিক্ত পুলিশ সুপার খালেদ বিন মালেক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাংবাদিক সামছুল হাসান মিরন, নোয়াখালী জেলা ক্রীড়া অফিসার আলা উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বাসব কান্তি সরকার, যুগ্ম সম্পাদক শাহজাহান নাসিম, সদস্য রেজাউল করিম বাহাদুর, সাজেদুল আলম দীপু, ইকবাল বাহার আজাদ, মোঃ আলাউদ্দিন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সচিব সালেহ উদ্দিন সবুজ।
স্মরণ সভায় প্রয়াত দুই ক্রীড়া সংগঠকের পরিবারের সদস্যবর্গকে স্মৃতিস্মারক হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা, জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
Leave a Reply