শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ন
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সব সময় নিজের কাজের মাধ্যমে আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি জয়া আহসান নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওটি আরেক অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওনের। ভিডিওটিতে শাওনের কণ্ঠে নতুন গান। গানটি শুনে জয়া মুগ্ধ হয়ে ভিডিওটি শেয়ার করেন।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জয়া লেখেন, ‘চমৎকার শাওন! অসাধারণ একটা ডুয়েট, আমি মুগ্ধ।’ গানটি শেয়ার করার পর অনেকই শাওনের প্রশংসা করেন। শাওনের সর্বশেষ ‘সর্বত মঙ্গল রাধে’ গানটি বেশ প্রশংসিত হয়। তবে গানটি নিয়ে আলোচনাও হয়। এক পর্যায়ে গানের কপিরাইট নিয়ে ওঠে প্রশ্ন। পরবর্তীতে গানটি ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়।
তবে তার নতুন গান ‘কানার হাটবাজার’ নিয়ে কথা হলে শাওন বলেন, ‘আমি প্রথমবারের মতো লালন সাঁইয়ের গান করেছি। এর আগে আমি কখনো লালনের গান করিনি। সব সময় গুনগুন করে গাইতাম, তবে অফিশিয়ালি কখনো এভাবে গাওয়া হয়নি। তার গান গাইতে হলে আগে তো তাকে ধারণ করতে হবে। তাই একটু ভয়ও পাচ্ছিলাম।’ এ ছাড়া শাওন আরো বলেন, “ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের চ্যাম্পিয়ন পলাশ চন্দ্র শীলের সঙ্গে আমি ‘কানার হাটবাজার’ গানটি দ্বৈত করেছি। পলাশ অসম্ভব মেধাবী একজন শিল্পী। তিনি খুবই ভালো গেয়েছেন। তারপর গানটির জন্য দর্শকদের কাছ থেকে বেশ ভালোবাসাও পাচ্ছি। তাই গানটি করতে পেরে আমি খুবই আনন্দিত।”
Leave a Reply