বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৮:২৫ পূর্বাহ্ন

টিকা নিলেন ক্রিকেটাররা

সারা দেশে একাদশ দিনের মতো চলছে করোনার টিকাদান কর্মসূচি। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন তামিম ইকবাল-সৌম্য সরকারসহ জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা।

সবার আগে টিকা নিয়েছেন ড্যাশিং ওপেনার সৌম্য সরকার, এরপর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সাকিব আল হাসান ছুটিতে থাকায় তিনি আপাতত টিকা নিচ্ছেন না। টিকা নিয়েছেন তাসকিন-মেহেদী মিরাজসহ কয়েকজন। এছাড়া হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ টিকা নিয়েছেন সব কোচিং স্টাফের সদস্য। কুর্মিটোলা হাসপাতালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও রয়েছেন।

এদিন সকালে টিকা নিয়েছেন বিদেশি কোচিং স্টাফের ৬ সদস্য: হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ব্যাটিং পরামর্শক জন লুইস, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও জুলিয়ান ক্যালফেতো ও ট্রেনার নিক লি।

এর আগে স্ত্রীসহ টিকা নিতে আসেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার সৌম্য সরকার। আসেন বোর্ড পরিচালক জালাল ইউনুস, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, ক্রিকেটার নাঈম শেখ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার বাইরে থাকা ক্রিকেটাররা টিকা নেবেন আগামী শনিবার। প্রথম দফায় শুধু নিউজিল্যান্ড সফরে যেতে পারেন এমন ক্রিকেটারদের জন্যই টিকার ব্যবস্থা করেছে বিসিবি।

এদিকে কুর্মিটোলা হাসপাতালসহ রাজধানীর অন্যান্য টিকাকেন্দ্রগুলোতে আজও সকাল থেকে রয়েছে টিকা নিতে আগ্রহীদের ভিড়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, টিকাদান শুরুর পর বুধবার পর্যন্ত ১০ দিনে সারা দেশে টিকা নিয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web