বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৬:৪২ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ডাকে কোম্পানীগঞ্জ উপজেলায় আধা বেলা হরতাল পালিত হয়েছে। মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে এ হরতাল পালিত হয়।
উপজেলা ঘুরে দেখা গেছে, হরতাল সফল করার লক্ষে সকাল থেকে আবদুল কাদের মির্জার সমর্থকরা উপজেলার বিভিন্ন সড়কে গাছের গুটি ফেলে অবরোধ করে। সড়কে অবস্থান নিয়ে সব ধরনের যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। হরতাল চলাকালে বসুরহাট বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। সকালে বসুরহাট রূপালী চত্বরে অবস্থান নেন আবদুল কাদের মির্জা এবং অনুসারীদের নিয়ে বিভিন্ন সড়কে হরতালের সমর্থনে মিছিল করেন।
জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, জনগনের নিরাপত্তার কথা চিন্তা করে উপজেলার বিভিন্ন স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা ছিল।
প্রসঙ্গত, নোয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসি ও পরিদর্শক-তদন্তকে প্রত্যাহার এবং আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল আহ্বান করে মেয়র আবদুল কাদের মির্জা। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সামনে সমর্থকদের নিয়ে অবস্থান নিয়ে থানা ঘেরাও করে রাখেন আলোচিত এ মেয়র।
Leave a Reply