বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন আনু :কিচিরমিচির ফাউন্ডেশন নোয়াখালী’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নোয়াখালীতে পালিত হয়েছে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১। ২১শে ফেব্রুয়ারি সকাল ৭টায় প্রভাত ফেরির মাধ্যমে নোয়াখালী জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে সংগঠনটি। তারপর সংগঠনের প্রধান কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে ভাষা শহীদদের জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে সকাল বেলার কার্যক্রম শেষ হয়।
দুপুর ২টা হতে কিচিরমিচির ফাউন্ডেশনের সভাপতি ওহিদুল ইসলাম এর সভাপতিত্বে কোরআন তিলেওয়াতের মাধ্যমে ২য় পর্বের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী নৃৃত্য পরিবেশন করে কিচিরমিচির ফাউন্ডেশনের সদস্যরা। তারপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেয় শিশুকিশোরদের পাশাপাশি সব বয়সি মানুষ।
ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি কিচিরমিচির ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কার্যক্রম। এ আয়োজনের শ্লোগান ছিলো“রক্তের গ্রুপ জেনে রাখি,মুমূর্ষু রুগির পাশে থাকি”। এ আয়োজনের মাধ্যমে প্রায় দেড় শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ জানার সুযোগ পেয়েছেন।
২য় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৪ নং কাদির হানিফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মন্নান, ডা. মামুনুর রশীদ, জাহাঙ্গীর আলম ও মমিন উল্যাহ রাশেদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন কিচিরমিচির ফাউন্ডেশন বিভিন্ন সময় সামাজিক কর্মকান্ড বাস্তবায়নের পাশাপাশি শিশুকিশোরদের জন্য যে সকল বিনোদন মূলক অনুষ্ঠান আয়োজন করে তা সত্যি প্রশংসনীয় এবং একটি সুস্থ সমাজ ও বাসযোগ্য পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। কিচিরমিচির এর সকল কার্যক্রমে পাশে থাকবেন বলে অঙ্গিকার করেন।
অতিথিদের বক্তব্যের পর ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। তারপর সভাপতির অনুমতি ক্রমে সমাপনী নৃত্যের মাধ্যমে সমাপ্তি ঘটে কিচিরমিচির ফাউন্ডেশনের ২১ শে‘র আয়োজন। প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান সঞ্চালন করেন কিচিরমিচির ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু।
Leave a Reply