বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ন
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন বলেছেন, ‘আমার বউয়ের বিরুদ্ধে কেউ যদি বাজে মন্তব্য করে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেব এবং সেটা আইনগতভাবে।’ আজ বুধবার বিকেলে রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাসির।
নাসির বলেন, ‘আমি একটা জিনিস পরিষ্কার করে দেই। আমার বউ যদি আরেকজনকে বিয়ে করে আমি কি সোশ্যাল মিডিয়ায় এসে লাফালাফি করব? আমি সেটা করব না, আমি সরাসরি থানায় যাব, গিয়ে তার বিরুদ্ধে মামলা করব। এটা আমার থিওরি।’
এই ক্রিকেটার বলেন, ‘আমি ন্যাশনাল টিমের ক্রিকেটার আমাকে মানুষ ভালবাসে গালাগালিও করে, আমি সেটা মেনে নিতে পারি। কিন্তু তামিমা এই কালচারের না, ওর জন্য এটা ডিফিকাল্ট। ওকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, আমার মনে হয় না ও সেটা ভালোভাবে নিতে পারছে।
তিনি বলেন, ‘আমি এক সেকেন্ডের জন্যও তামিমার কাছ থেকে আলাদা হচ্ছি না। কারণ আমার মনে হচ্ছে, ও যেকোনো সময় একটা ভুল পদক্ষেপ নিতে পারে।
নাসির হোসেন আরও বলেন, ‘আমি চাই না আমার বউয়ের দিকে কেউ আঙুল তুলে কথা বলুক। আমি সব কিছু জেনেই তাকে বিয়ে করেছি।
এর আগে আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতের নাসির ও তামিমার নামে মামলা করেন তামিমার আগের স্বামী মো. রাকিব হাসান। মামলার এজাহারে বিয়ে গোপন থাকা অবস্থায় বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয়েছে।
Leave a Reply