বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৩৭ অপরাহ্ন
বিএনপিকে দুর্বল করতেই চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মার্চ ও বছরজুড়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি ঘোষণা করেন ড. খন্দকার মোশাররফ হোসেন। এই অনুষ্ঠানগুলো করতে আইন শৃঙ্খলাবাহিনী ও সরকারের কাছে সর্বাত্মক সহযোগিতা চান খন্দকার মোশাররফ হোসেন। এ সময় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগও করেন ড. মোশাররফ।
Leave a Reply