শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৮:০৬ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন:স্বল্পোন্নত থেকে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নোয়াখালী জেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ নেতা কর্মীরা।
সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে জেলা আ’লীগ, সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে এ আনন্দ মিছিল মাইজদী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম সামছুদ্দিন জেহানের নেত্বত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মোমেন বিএসসি, জিয়াউল মাওলা লিটন, পৌর আ’লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাসের, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুজ্জামান চৌধুরী সোহাগ, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুসজ্জামান আরমান, সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান প্রমূখ
Leave a Reply