বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০৬ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন : নোয়াখালীতে পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল করিম বিশালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নোয়াখালী সদর-০৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন, পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, জেলা আওয়ামীলীগ নেতা মিথুন ভট্ট, লুৎফুল হায়দার লেনিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খালেদ মোশাররফ হোসেন রাজু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
প্রধান অতিথির বক্তব্যে একরামুল করিম চৌধুরী এমপি নোয়াখালীতে চলমান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য বসুরহাট পৌর মেয়র কাদের মির্জাকে সতর্ক করেন। ভবিষ্যতে জল ঘোলা না করে সুস্থ্য, সুন্দর পরিচ্ছন্ন রাজনীতি করার আহ্বান জানান তিনি।
চাকুরী বাণিজ্যের বিরুদ্ধে কাদের মির্জার চলমান বক্তব্য সম্পর্কে তিনি বলেন, মির্জা সাহেব শোনেন আপনার বাণিজ্যের কথা সারা নোয়াখালী জানে। আমি যাদেরকে চাকরি দিয়েছি তারা আমার সন্তানের মতন, তারা আমার ছোট ভাইয়ের মতন,আমি ঘরের পরিবারের প্রধান । আমি তাদের থেকে টাকা নিয়ে বাণিজ্য করার প্রশ্নই আসে না।
তিনি আরো বলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগ কারো করুণায় ছলে না। নোয়াখালী জেলা আওয়ামী লীগ শেখ হাসিনার সংগঠন। নোয়াখালী জেলা আওয়ামী লীগ ওবায়দুল কাদেরের দিকনির্দেশনায় চলে।
Leave a Reply