বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৭:২২ পূর্বাহ্ন

আমার জনপ্রিয়তা দেখে মির্জা কাদের সারাদিন বক বক করছিল: একরামুল করিম চৌধুরী

সালাহ উদ্দিন সুমন: নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি বলেছেন, ‘নোয়াখালীতে আমার জনপ্রিয়তা দেখে  ভাই মির্জা কাদের সারাদিন বক বক করছিল। সে প্রথমে আমাকে দিয়ে শুরু করছে। যাইতে যাইতে সে তার ভাবী এবং ওবায়দুল কাদেরসহ বাংলাদেশের কোনো নেতা বাদ নেই। সে পাগলকে সামলাইতে যাইয়া কিছু কারণ বশত কারো কারো সঙ্গে কারো টেলিফোনে কথা হইতেই পারে।’

শুক্রবার  দুপুরে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত ছয়দিন আমি ঢাকাতে ছিলাম। আমি নেত্রীকে কতগুলো মেসেজ পাঠিয়েছি উনি মেসেজগুলো দেখেছেন। ঢাকায় যাওয়ার পর নেত্রীর সঙ্গে যিনি সব সময় থাকেন তিনি আমাকে বললেন, নেত্রী আপনাকে এতো ভালো জানেন। আপনি কেন ঢাকায় গুরছেন। আমি বলি যে আমাদের কমিটিটা দরকার। তিনি বলেন, নোয়াখালী চালায় কে। আমি নোয়াখালী চালাই। উনি বললেন, নেত্রী কি আপনাকে না চালাতে বলছে। আমি বলি না। নেত্রী জানে যে আপনিই নোয়াখালী চালাবেন। আপনি যান নোয়াখালী চালাতে থাকেন।

তিনি আরো বলেন, ‘যারা অর্থের বিনিময়ে নমিনেশনের আশা করতেছেন। বিএনপি যেহেতু ভোটে আসবে না। এদিক ওদিক যদি নৌকা চলেও যায়। আমি কিন্তু বেঠিক লোককে আমার জনগণকে আমি ভোট দিতে দেব না। যারা সঠিক লোক তাদের পক্ষে আমার অবস্থান থাকবে। একদম খারাপ লোক অর্থের বিনিময়ে নমিনেশন পাবে তাকে ভোট দিবে এরকম দরকার নেই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, চরআমান উল্যাহ ইউপি চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, চরক্লার্ক ইউপি চেয়ারম্যান আবুল বাসার, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহবায়ক আমিরুল ইসলাম রাজীব, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবদুল্লাহ আল মামুন জাবেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web