রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন নামের একজন নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে ১১ জন।
মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁনের ওপর মির্জা কাদেরের নেতৃত্বে হামলার প্রতিবাদে বসুরহাট বাজারের রুপালী চত্তরে আয়োজিত প্রতিবাদ সভার শেষ মুহূর্তে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে,সভাস্থল থেকে উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ সাথে মাকসুদাহ গার্লস স্কুল রোডে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। তবে ঘটনার অল্প সময়ের মধ্যে পুলিশ দু’পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুরো বসুরহাট বাজার জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।
Leave a Reply