সোমবার, ২৩ মে ২০২২, ১১:৩৮ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে চরওয়াপদায় পারিবারিক কলহের জের ধরে এনায়েত উল্যাহ নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত এনায়েত উল্যাহ চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের মুত মো. হোসেন লেদু মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ওমান প্রবাসী ছিলো। তিন মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।
স্থানীয়রা জানান,পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে আটবছর আগে ওমান থেকে এসে বাড়িতে অবস্থান করছেন।
নিহতের বড়ময়ে লিপি জানান, তার মায়ের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে রাতে কথা কাটাকাটি হয় এর পর আর কোন কিছুই হয়নি।
তিনি আরো জানান,সবার সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন,কখন তিনি বাগানে গিয়ে গলায় ফাঁস দিয়েছে তা তারা বলতে পারবেন না। তার দাদী ফজরের নামাজের পর বাগানের দিকে গেলে ঝুলন্ত অবস্থায় তার বাবাকে দেখতে পায়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিনো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply