April 13, 2021, 8:21 pm
আনোয়ার হোসেন আনু :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস আনন্দমুখর পরিবেশে পালন করে কিচিরমিচির ফাউন্ডেশন নোয়াখালী(কমফন)।
১৭ই মার্চ সকাল থেকেই কমফনের অফিস কার্যালয়ে শিশুদের জন্য আয়োজন করা হয় বর্ণিল আয়োজন। নিজেদের মতো করে শিশুদের অংশ গ্রহণে নানা রকম সাজসজ্জায় সু-সজ্জিত করা হয় কমফন কার্যালয়। দুপুর ২ টার পর কমফনের অফিস কার্যালয়ে আসতে শুরু করে এতিম ,অসহায়, পথ শিশু সহ সর্বস্তরের শিশুরা।
আগত শিশুদের কে চকলেট আর ফুল দিয়ে বরণ করে কমফন। তারপর শুরু হয় সকলের অংশগ্রহণে শিশু মেলার মূল আয়োজন। শিশু মেলায় শিশুরা নিজেদের মতো করে উল্লাসে মেতে উঠে।
নাচ ,গান , আবৃতি আর ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় আগত শিশুরা। শিশুদের কে, বঙ্গবন্ধুর খোকা থেকে জাতির পিতা হয়ে উঠার গল্প শুনান কমফন এর সভাপতি ওহিদুল ইসলাম ।
শিশুদের জন্য একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করে কমফন পরিবার। রকমারি মৌসুমি ফল চিপস চকলেট দিয়ে আপ্যায়ন করা হয় শিশুদের কে। অনুষ্ঠানের শেষে সকল শিশুর মাঝে মিষ্টি বিতরন করে কমফন। আয়োজনের পুরো সময় জুড়ে শিশুদের সাথে উৎসবে মেতে থাকে কমফন এর সদস্যরা।
Leave a Reply