April 12, 2021, 5:01 pm
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। সোমবার ভোর ৬টায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়।
এর আগে , গত ১১ মার্চ নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন কাজী হায়াৎ সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, কাজী হায়াৎ করোনা আক্রান্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তার শরীরের অবস্থার উন্নতি হচ্ছিলো না। বরং একটু জটিলতা দেখা দেয়।
তাই ডাক্তারের পরামর্শ মেনে গত মঙ্গলবার (১৬ মার্চ) হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসা চলছিলো হাসপাতালের সাধারণ কেবিনেই। গত ২ মার্চ করোনা প্রতিষেধক টিকা নিয়েছেন কাজী হায়াৎ। টিকা গ্রহণের সপ্তাহ খানেকের মাথায় করোনায় আক্রান্ত হন তিনি ও তার স্ত্রী। কাজী হায়াতের স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ন্ত্রণেই আছে বলেও জানা গেছে।
এদিকে, বাবার অসুস্থতার খবরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। তিনি তাঁর বাবার ভক্ত অনুরাগীদের দোয়া করার অনুরোধ করেছেন।
১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন কাজী হায়াৎ। ১৯৭৯ সালে ‘দি ফাদার’ সিনেমা পরিচালনার মধ্য দিয়ে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। অর্ধশত সিনেমা পরিচালনা করেছেন তিনি। তাঁর বেশির ভাগ সিনেমায় রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
Leave a Reply