April 16, 2021, 1:55 pm
সালাহ উদ্দিন সুমন :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে বঙ্গবন্ধু প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট ( শর্ট পিচ)-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুলের বাড়ীর পাশে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে হাসান মাঝি একাদশ বনাম মহব্বতপুর অল স্টার একাদশ। এতে মহব্বতপুর অল স্টার একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।
৯নং ওয়ার্ড কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা পরিষদের মানবিক চেয়ারম্যান এ.কে.এম শামছুদ্দিন জেহান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম জিলানী দিদার, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মুজিব উল্যাহ রতন, ব্রাদার আন্দ্রেস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ কামাল উদ্দিন।
সোনাপুর ফ্রেন্ড জোনের আয়োজনে টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে । ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। উৎসব মুখর পরিবেশে চ্যাম্পিয়ন দলের হাতে প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
Leave a Reply