April 16, 2021, 1:13 pm
সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী: সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষের সুবর্নজয়ন্তী উপলক্ষে নোয়াখালী পৌর সভায় শতকন্ঠে ঐতিহাসিক ৭মার্চ এর সংকলিত ভাষণ পাঠ করা হয়।
সোমবার ২২ মার্চ সকাল ১১ঘটিকায় নোয়াখালী পৌর সভার মজিব চত্তরে, মুজিববর্ষের সুবর্নজয়ন্তী উপলক্ষে মেয়র শহীদ উল্যা খাঁন সোহেলের ১০ দিনের কর্মসুচির অংশ হিসাবে শতকন্ঠে ৭মার্চ এর সংকলিত ভাষণ উৎচ্চাসিত কন্ঠে পাঠ অনুষ্ঠিত হয়।
নোয়াখালী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেলের উদ্দ্যেগে মুজিববর্ষের সুবর্নজয়ন্তী উপলক্ষে প্রচার -প্রচারনা, মুজিব আদর্শ এবং অবদান কে জাতির সামনে তুলে ধরে মানুষ কে অনুপ্রানিত করতে ১০দিন ব্যাপি কর্মসুচির অংশ হিসাবে ঐতিহাসিক ৭মার্চ ভাষণ, মেয়র নিজে এবং শতাধিক ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের সমন্বয়ে যৌথ কন্ঠে পাঠ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, পৌরসভার সচিব শ্যামল দত্ত,ছাত্রলীগের সাবেক সভাপতি রেদোয়ানুল করিম, ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
ব্যতিক্রমধর্মী এ আয়োজনে শহর জুড়ে প্রশাংসায় ভাসচ্ছেন মেয়র শহিদ উল্যাহ সোহেল।
এ এছাড়াও কর্মসুচিতে ছিলো বঙ্গবন্ধুর মাগফেরাত কামনায় কোরান খতম ও দোয়া অনুষ্ঠান। গরীরদের মাঝে খাবার বিতরণসহ জনহিতকর কার্ষক্রম।
Leave a Reply