মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন: নোয়াখালী আওয়ামীলীগ নিয়ে ষড়যন্ত্র চলছে। আমি নতুন ভাবে রাজনীতি শুরু করবো । প্রতিটি নেতাকর্মীর বাড়ি গিয়ে তাদের খোজ খবর নেবো।জেলা আওয়ামীলীগকে আরো সুসংগঠিত করবো।
হেফাজত ইসলামের ডাকা সকাল সন্ধা হরতালের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে কথাগুলো বলেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি । রোববার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয় অভিমুখে ঘন্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সদর উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন স্থরের নেতাকমীদের ঢল নামে রাস্তায়।এ সময় বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে জেলা শহর মাইজদী। তিনি আরো বলেন, বিগত ১২ বছর আওয়ামীলীগ ক্ষমতায় থাকা অবস্থায় নোয়াখালীতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। ব্যবসায়ীরা শান্তিপুর্ণভাবে ব্যাবসা করেছে।
আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ কর্তৃক কেউ ক্ষতিগ্রস্থ হয়নি। এ শান্তির শহরে হরতালের নামে কেউ বিশৃংখলা করলে আমরা বসে থাকবো না তাদের উচিত শিক্ষা দেয়া হবে। ব্যবসায়ীদের উদ্যেশ্যে তিনি বলেন অবৈধ হরতালে আপনারা কেউ সমর্থন দেবেন না। দোকান খোলা রেখে শান্তিপুর্ন ভাবে ব্যবসা করুন।
এতে যদি কোন ব্যবসায়ী, দোকানী ক্ষতিগ্রস্থ হয় আমি একরাম তাদের পার্শ্বে দাঁড়াবো। দলীয় নেতাকর্মীদের মাঠে থেকে হরতালের প্রতিবাদ করার আহবান জানিয়ে বলেন, যদি কোন নেতা কর্মী নির্যাতিত হয় আমি তার পার্শে দাড়াবো।
এসময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, নোয়াখালী শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ন আহবায়ক এরামুল হক বিপ্লব।
Leave a Reply