April 16, 2021, 2:41 pm
প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কিচিরমিচির ফাউন্ডেশন নোয়াখালী (কমফন) গ্রামীণ হতদরিদ্র জনগণের স্বাস্থ্য সেবায় আয়োজন করে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। মেডিক্যাল ক্যাম্পেইনে গ্রামীণ মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং বিনামূল্যে প্রেসার মাপার সুযোগ পেয়েছে। তিন শতাধিক মানুষ স্বানন্দে এসব সেবা গ্রহণ করে। মেডেকেল ক্যাম্পেইন পরিচালনায় সহযোগিতা করে সিনথিয়া মেডিকেল হল,রিয়া মেডিকেল হল এবং নোয়াখালী জেনারেল হসপিটালের প্যাথলজি বিভাগের মোঃ রাশেদ।
তার আগে মহান স্বাধীনতা দিবসে বীর শহিদদের প্রতি জেলার কেন্দ্রিয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে কমফন পরিবার। আয়োজন করে শিশু কিশোর সহ সব বয়সী মানুষের জন্য ক্রীড়া প্রতিযোগিতা। আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে কিচিরমিচির এর শিশু শিল্পীরা। মুক্তিযুদ্ধের উপর বিশেষ ডিসপ্লে প্রদর্শন করে ক্ষুদে শিল্পীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক সাব্বির আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে জনাব সাব্বির আহমেদ বলেন, কমফন শুরু থেকেই যে মহোতি কাজ গুলো করছে, বিশেষ করে শিশু কিশোরদের সঠিক পথে ,সুন্দরের সাথে রাখতে যে প্রচেষ্টা চালাচ্ছে তা অবশ্যই প্রশংসনীয়।
আজ যে মানবিক আয়োজন তারা করেছে, তার জন্য আমরা কমফন এর কাছে কৃতজ্ঞ। আগামীতেও কমফন এমন মানবিক ও সামাজিক কাজ চালিয়ে যাবে সে প্রত্যাশা করি।আয়োজনে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সুজন,ইউপি সদস্য আলমগির হোসেন,সুধিজন দেলোয়ার হোসেন সহ অনেকে। আয়োজনে উপস্থিত সকলেই শুভেচ্ছা বক্তব্য রাখেন। কমফনের সভাপতি ওহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করে কমফনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু।
Leave a Reply