বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৪ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে নতুন করে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আরও ৪৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৭২ জন। যার মধ্যে নতুন আক্রান্ত শতকরা ৭ দশমিক ৮৮ ভাগ।
শনিবার (০৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, জেলায় নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৪, সুবর্ণচরে ১, বেগমগঞ্জে ১৩, হাতিয়া ২, সোনাইমুড়ী ৭, চাটখিলে ৪, সেনবাগে ৬, কোম্পানীগঞ্জে ৩ ও কবিরহাটে ৩ জন রোগী রয়েছেন। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ হাজার ৭২ জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ৫ হাজার ৫২৪ ও আইসোলেশনে রয়েছেন ৪৫৬ জন। গত ২৪ ঘণ্টায় জেলার দুটি ল্যাবে ৪৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলা করোনায় মোট মৃত্যু ৯২ জন।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থবিধি মেনে চলতে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে।
Leave a Reply