বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৫ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: লকডাউনে সোমবার থেকে সাত দিন দোকান বন্ধ রাখার প্রতিবাদে নোয়াখালীতে লকডাউন বিরোধী ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা।
সোমবার দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলার প্রধান ব্যাণিজিক কেন্দ্র চৌমুহনী বাজারের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সাধারণ কাপড় ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা এ বিক্ষোভ মিছিল থেকে সরকারের সিন্ধান্তের প্রতিবাদ জানিয়েছে।
এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের কাছে জোর দাবি জানান, তারা স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রেখে ব্যবসা করতে চাই।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিলের কথা শুনে ঘটনাস্থলে গিয়ে আমি বিক্ষোভকারীদের পাইনি। তারা শতাধিক ব্যবসায়ী এ বিক্ষোভ মিছিল করেছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ সোমবার সকাল ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলাচল ও কাজে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় শুধু জরুরি সেবা ছাড়া প্রায় সবকিছু বন্ধ থাকবে। গতকাল রোববার সরকারের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
Leave a Reply