সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:২৭ পূর্বাহ্ন
১৭ এপ্রিল শনিবার কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সদ্য যোগদানকৃত ১৪ এপিবিএন কক্সবাজারের নতুন অধিনায়ক মোঃ নাইমুল হক।
এসময় তিনি উখিয়া থানার অৃৃন্তর্গত কুতুপালং পুলিশ ক্যাম্প, কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প,বালুর মাঠ পুলিশ ক্যাম্প, টু ইস্ট টু ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্প, নৌকার মাঠ পুলিশ ক্যাম্প ও রোহিঙ্গা ৬ ও রোহিঙ্গা ৭ ক্যাম্প পরিদর্শন করেন ।
উপস্থিত মাঝি এবং ব্লক মাঝিদের সাথে মত বিনিময় করেন। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে কর্তব্যরত এপিবিএন সদস্যদের প্রয়োজনীয় ব্রিফিং ও দেন তিনি ।উপস্থিত এপিবিএন সদস্যদের সাথে ক্যাম্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন “বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা সমস্যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের ভেতর আইন মানার প্রবণতা খুব কম মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধের সাথে ইতিমধ্যে তারা জড়িত হয়ে পড়েছে। শক্তভাবে তাদের নিয়ন্ত্রণ করা হবে। তাদের মধ্যে যারা অপরাধের সাথে জড়িত হবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে।
Leave a Reply