সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪২ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের দুই হাজার পরিবারকে ঈদুল ফিতরের উপহার হিসেবে শাড়ী, লুঙ্গী দিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী স্থানীয় আওয়ামী লীগ নেতা রিয়াজুর রহমান মিঠু।
সোমবার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় এই ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত থেকে নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. কামাল উদ্দিন নাগরিকদের হাতে ঈদ উপহার তুলে দেন।
করোনা পরিস্থিতির কারণে সকাল থেকে ওই ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে ছোট পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
কাউন্সিলর পদপ্রার্থী রিয়াজুর রহমান মিঠু বলেন, বৈশি^ক মহামারি করোনা পরিস্থিতিতে আমার সাধ্য অনুযায়ী দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করছি। মানুষের যেকোন র্দুযোগে আগামীতেও তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply