রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৫২ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া সদর উপজেলায় নতুন ৫৯ জনসহ জেলায় আক্রান্ত হয়েছেন আরও ৯৮ জন। নতুন আক্রান্তের হার ৩৩ দশমিক ১১ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে আট হাজার ৮১৩ জন। যার মধ্যে মারা গেছেন ১২২ জন।
বৃহস্পতিবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি ল্যাবে ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৯৮টি পজিটিভ ও ১৯৮টি নেগেটিভ আসে। সদর উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ।
গত এক সপ্তাহে উপজেলাটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় দুই শতাধিক ব্যক্তি। মারা গেছেন একাধিক রোগী। জেলার সর্বোচ্চ আক্রান্তও এ উপজেলায় তিন হাজার ৬২ জন। জেলায় মোট আইসোলেশনে রয়েছেন দুই হাজার ৫১ রোগী। আর শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসাধীন ৪৫ জন।
Leave a Reply