মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৭ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: জেলার ৯১টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ২ হাজার ২৮৭টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর বিষয়টি জানান।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৫৯ হাজার ৪৩ এবং ১২-৫৯ মাস বয়সী চার লাখ ৮৫ হাজার ২৮৭ শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
পুরো জেলায় এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ৮৮৮ জন মাঠ কর্মী ও ও ৪ হাজার ৫৭৪ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে।
Leave a Reply