রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৫৩ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন: নোয়াখালীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসাধীন করোনা আক্রান্ত দরিদ্র অসহায় রোগীদের ঔষধ কেনার জন্য নগদ আর্থিক অনুদান দিলেন নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জনের হাতে আনুষ্ঠানিকভাবে এমপির পক্ষে নগদ এক লক্ষ টাকা তুলে দেন জেলা প্রশাসক খোরশেদ আলম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সামছুউদ্দিন জেহান।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সামছুউদ্দিন জেহান জানান, কাভিড ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসাধীন করোনা আক্রান্ত দরিদ্র অসহায় রোগীদের ঔষধ কেনার জন্য এমপি একরামুল করিম চৌধুরী নগদ এক লক্ষ টাকা দিয়েছেন, যারা টাকার জন্য ঔষধ কিনতে পারে না তাদের জন্য এ টাকা দেওয়া হয়েছে। এছাড়া তিনি গরীব অসহায় রোগীদের জন্য গত এক বছর থেকে অনুদান দিয়ে আসছেন এবং প্রায় পাঁচ লক্ষ মাস্ক বিতরণ করেছেন।
Leave a Reply