মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৩ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সামীম কবিরকে চট্টগ্রাম মহানগর পুলিশে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) বেলা ১১টায় নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সামীম কবিরকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার পদে পদায়ন করা হয়েছে। এটা পুলিশের নিয়মিত রুটিন বদলি।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (২১ জুন) পুলিশ সদর দফতরের এক পত্রের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামীম কবিরকে অতিরিক্ত উপকমিশনার হিসেবে সিএমপিতে পদায়ন করা হয়েছে। এছাড়াও সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মোহাম্মদ গোলাম ফারুককে সহকারী পুলিশ সুপার হিসেবে র্যাবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের বিবদমান দ্বন্দ্বে সংঘাতময় পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামীম কবির। এ সময় তিনি সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে আলোচনায় আসেন।
এছাড়াও গত তিন মাস ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামীম কবিরের বিরুদ্ধে তার প্রতিপক্ষের সঙ্গে সখ্যতা ও পক্ষপাতিত্বের অভিযোগ এনে তার বদলি দাবি করে আসছিলেন। কাদের মির্জা ফেসবুক লাইভে এসে সামীম কবিরের বিরুদ্ধে বেশ কয়েকবার বিষোদগার করেন। এ নিয়ে পুরো জেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
Leave a Reply