বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৬ অপরাহ্ন
“তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী কার্যালয় এর আওয়াতাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন “উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প” এর প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ উদ্যোক্তাদের সংগঠন, নোয়াখালী জেলা উদ্যোক্তা সমবায় সমিতির আয়োজনে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইসরাত সাদমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সনদ ও ক্রেস্ট তুলে দেন। নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খাঁন, নোয়াখালী জেলা উদ্যোক্তা সমবায় সমিতির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিঠু। প্রধান অতিথি উদ্যোক্তাদের সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রধান অতিধি বক্তব্যে বলেন, ২০১৯ সালে বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠিকে পশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসাবে তৈরি করে সাপ্লাই লিংকেজ ও লিংকেজ ডেভেলাপমেন্ট প্রতিষ্ঠা করা লক্ষে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প চালু হয়। এরই ধারাবাহিকতায় নোয়াখালী জেলা কেন্দ্রের আওতায় মোট ৩৮৯ জন প্রশিক্ষণ গ্রহণ করেন। এর মধ্যে ট্রেড লাইসেন্সধারী মোট উদ্যোক্তা ৪৯ জন।
এবং উদ্যোক্তাদেরকে ব্যাংক থেকে ঋণ প্রাপ্তির সহ যে কোন সমস্যার সমাধান কল্পে তিনি পাশে থাকবেন বলে জানান।এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আরিফ মাহমুদ, সহ সভাপতি মোঃ আব্দুল মালেক, বেলায়েত হোসেন, মাহাদী হাসান, সাধারণ সম্পাদক আবুল বাসার, সহ-সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ (টিপু), মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাকছুদুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, সহকারী অর্থ সম্পদক পূর্ণেন্দু বিকাশ নন্দী, বিশ্বানাথ সাহা। দপ্তর বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল রাব্বি, বন ও পরিবেশ সম্পাদক ডাঃ রৌশন আক্তার শিলা, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক ফজলুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোমানা ইসলাম সহ জেলার অর্ধ শতাধিক উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply