মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৮ অপরাহ্ন
সিলেট নগরীতে প্রবেশদ্বার হুমায়ুন রশিদ চত্বরে পুলিশের হাতে এক বরযাত্রীবাহী গাড়ি আটক হয়। শুক্রবার লকডাউনের দ্বিতীয় দিন বিকালে চুপিচুপি বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে তার ফিরছিলেন।
কিন্তু পুলিশের হাতে আটকের পর বিষয়টি আর নীরবে থাকার মত হয়নি। তাদেরকে ছাড়িয়ে নিতে ফোন আসে কথিত এক শ্রমিক নেতার। অবশেষে সেখানে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট ডেকে আনলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে।
ঘটনাস্থলে দেখা যায়, বিয়ের সাজে নোহা একটি মাইক্রোবাসে বসে আছেন বর ও কনে। তাদের গাড়িতে আরও ছিলেন ৯ জন। কেন তারা কঠোর লকডাউনের নির্দেশ অমান্য করছেন, তার কোনো সঠিক উত্তর মিলেনি।
সেখানে কর্তব্যরত সার্জেন্ট হাসানের হাতে ফোন তলে দেওয়া হলে তিনিও সাফ বলে দেন, এখানে মিডিয়া ও থানার লোকজন উপস্থিত, আমার কিছুই করার নেই।
এ বিষয়ে এমএমপির দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলা বলেন, কঠোর লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করায় সিদ্ধান্তের জন্য ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব করা হয়েছে।
Leave a Reply