মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় তিনটি পিসিআর ল্যাবে ৩৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে নতুন করে আরো ১০২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৮.৮৯ শতাংশ। সর্বোচ্চ আক্রান্ত বেগমগঞ্জ উপজেলায় ৪৯ জন। এদিকে লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করায় দ্বিতীয় দিনে ১২৫টি মামলায় ৮৭ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে প্রশাসন।
শনিবার জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জের ৪৯ জন ছাড়াও কোম্পানীগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী, কবিরহাটের রোগী রয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৫৩৮ জন ছাড়িয়েছে। জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন তিন হাজার ৮৯৭ জন রোগী। ১২০ শয্যার কোটিভ-১৯ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন সাত হাজার ৪৯৮ জন। মারা গেছেন ১৪৩ জন রোগী।
এদিকে, মানুষকে ঘরে রাখতে এবং লকডাউন কার্যকরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। অলিগলির সড়কগুলো বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধান সড়কে বন্ধ রয়েছে গণপরিবহন। তবে জরুরি প্রয়োজন ও রোগী বহনে কিছু সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলা করতে দেখা গেছে। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া সকল ধরনের দোকানপাট বন্ধ রয়েছে।
Leave a Reply