সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ন
দেশে করোনাভাইরাস পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০১ জনের, যা একদিনের হিসাবে সর্বোচ্চ। একই সময়ে দেশে করোনার সংক্রমণ ধরা পড়েছে ১১ হাজার ১৬২ জনের শরীরে।
দেশে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৫৯৩ জনের।
বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গতকালই একদিনে সর্বাধিক ১৬৩ জন মারা যাওয়ার রেকর্ড হয়েছিল। এছাড়া কয়েকদিন ধরে প্রতিদিনই মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। গত ১ জুলাই ১৪৩, ২ জুলাই ১৩২ ৩ জুলাই ১৩৪ এবং ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়।
Leave a Reply