বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৪ অপরাহ্ন
নাছির উদ্দিন, প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌররসভায় গভীর রাতে পুলিশের চেকপোষ্টে দুই মাদক কারবারীকে গাঁজা ও ইয়াবা সহ গভীর রাতে আটক করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত অনুমান ১২টার সময় নম্বর বিহীন মোটরসাইকেল যোগে কবিরহাট হয়ে বসুরহাট পৌরসভার প্রবেশ পথে সাইফুল ইসলাম সুমন (৪৬) ও কামরুল ইসলাম (২৪) নামের দুই মাদক কারবারীকে করালিয়া চেকপোষ্টে গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলায় চলমান পরিস্থিতি ও অস্ত্র উদ্ধার সহ কঠোর লকডাউনে মানুষের নিরাপত্তায় রাত্রিকালীন অভিযানে গভীর রাতে সাইফুল ইসলাম সুমন ও কামরুল ইসলামকে ২ কেজী গাঁজা, ১০পিস ইয়াবা, নগদ ৫,৯৩০ টাকা ও নাম্বার বিহীন একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল সহ গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা উভয়ে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইন-চার্জ সাইফুদ্দিন আনোয়ার জানান, আসামীদের গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতারের বিষয়টি সত্য। মাদক মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply